spot_img

বিয়ে করেছেন পপ গায়িকা সেলেনা গোমেজ!

অবশ্যই পরুন

হলিউডের জনপ্রিয় গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন। সঙ্গীতশিল্পী ও নামকরা প্রযোজক বেনি ব্লাঙ্কোকে বিয়ে করেছেন  তিনি। সেলেনা শনিবার (২৭ সেপ্টেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে সুখবরটি জানান। ছবিতে দেখা যায়, সবুজ লনে নবদম্পতি একে অপরকে আলিঙ্গন করছেন।

ডেইলি মেইল থেকে জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি হয় ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার সি ক্রেস্ট নার্সারিতে। এর আগের দিন, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় হোপ র‍্যাঞ্চ এলাকার একটি প্রাসাদে আয়োজিত হয় রিহার্সাল ডিনার। দুই দিনের এই আয়োজনে ছিলেন দম্পতির ঘনিষ্ঠ ১৭০ জন অতিথি।

রালফ লরেনের স্টুডিওর সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউনে নজর কাড়েন গোমেজ। অপরদিকে ব্লাঙ্কো পরেছিলেন রালফ লরেনের তৈরি ক্লাসিক কালো টাক্সেডো সঙ্গে ছিল বো-টাই। ছবি: সংগৃহীত

রালফ লরেনের স্টুডিওর সাদা হাল্টারনেক ব্রাইডাল গাউনে নজর কাড়েন গোমেজ। অপরদিকে ব্লাঙ্কো পরেছিলেন রালফ লরেনের তৈরি ক্লাসিক কালো টাক্সেডো সঙ্গে ছিল বো-টাই। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবির ক্যাপশনে সেলেনা কিছু না লিখলেও, কমেন্টে ব্লাঙ্কো লেখেন—মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ।

এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন গোমেজের ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। টেইলর সুইফট, পল রাড, মার্টিন শর্ট, স্টিভ মার্টিন, প্যারিস হিলটন, এড শিরান, অ্যাশলি পার্ক ও ‘উইজার্ডস অব ওয়েভারলি প্লেস’ সহশিল্পী ডেভিড হেনরি ছিলেন উল্লেখযোগ্য অতিথিদের মধ্যে।

প্রসঙ্গত, ৩৩ বছর বয়সী সেলেনা গোমেজ ও ৩৭ বছর বয়সী বেনি ব্লাঙ্কোর পরিচয় প্রায় এক দশক আগে। ২০১৯ সালের এক গানের ভিডিওতে একসঙ্গে কাজ করার পর গত বছরের ডিসেম্বরে তাঁরা বাগদান সম্পন্ন করেন।

সর্বশেষ সংবাদ

হজযাত্রীদের জন্য বিমান ভাড়া কমলো

এবার ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বিমান ভাড়া ১২ হাজার ৯৯০ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ