spot_img

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন: বদিউল আলম

অবশ্যই পরুন

রাজনৈতিক দলগুলোকে তথ্য অধিকার অধিকার আইনের আওতায় আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার। এসময় টিআইবির নির্বাহী পরিচালক ইফেতাখারুজ্জামান বলেন, তথ্য অধিকার আইনের দৃষ্টান্ত স্থাপনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে তথ্য অধিকার আইন নিয়ে আয়োজিত সেমিনারে এ সব কথা বলেন তারা।

বদিউল আলম মজুমদার জানান, আগামী নির্বাচন ঘিরে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, আয় ব্যয় বিবরণী জনগণের কাছে প্রকাশের প্রস্তাব করা হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, সরকারি তথ্য কোন কর্মকর্তার নয়। সেই তথ্য জনগণের জানার অধিকার রয়েছে। সরকারের দায়িত্বশীলদের গোপনীয়তার বজায় রাখার প্রবণতার পরিবর্তন না হলে তথ্য অধিকার আইনের সুফল মিলবে না বলেও মনে করেন তিনি।

সর্বশেষ সংবাদ

হতাহতদের ক্ষতিপূরণ দিবেন বিজয়, কত টাকা পাচ্ছেন নিহতদের পরিবার?

ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়ের রাজনৈতিক সমাবেশে গতকাল ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে। একের পর এক মৃত্যুর খবরে ভারী...

এই বিভাগের অন্যান্য সংবাদ