spot_img

স্পেনের প্রধানমন্ত্রীকে এরদোয়ান, নেতানিয়াহু বারবার শান্তি প্রক্রিয়া নস্যাৎ করছেন

অবশ্যই পরুন

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে জানিয়েছেন, ইসরায়েল সরকার শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কোনো সদিচ্ছা দেখাচ্ছে না। বরং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার তা নস্যাৎ করছেন বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুই নেতার মধ্যে টেলিফোনে হওয়া বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। এ তথ্য নিশ্চিত করেছে তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমিউনিকেশনস ডিরেক্টরেট।

আলোচনায় এরদোয়ান বলেন, এ বছর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনের জন্য দুই-রাষ্ট্র সমাধানের লক্ষ্যে অর্থবহ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজায় ইসরায়েলি হামলা বন্ধে এবং ফিলিস্তিনিদের কাছে নিরবচ্ছিন্নভাবে মানবিক সহায়তা পৌঁছাতে তুরস্ক তার প্রচেষ্টা অব্যাহত রাখবে।

তুরস্কের প্রেসিডেন্ট আরও জানান, সুমুদ সহায়তা বহরের বিষয়ে সানচেজের আন্তরিকতা তাকে সন্তুষ্ট করেছে। পাশাপাশি তিনি বলেন, তুরস্ক এ সংক্রান্ত সব পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ সংবাদ

হংকং ম্যাচের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে আগামী মাসে হংকং চায়নার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই দুই ম্যাচকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ