spot_img

নিজেদেরই এক অঙ্গরাজ্যে সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে আমি যুদ্ধমন্ত্রী পেটে হেগসেথকে যুদ্ধবিধ্বস্ত পোর্টল্যান্ডে প্রয়োজনীয় সেনা পাঠানোর নির্দেশ দিচ্ছি। সেখানে আমাদের আইসিই অবকাঠামোকে অবরুদ্ধ করে রেখেছে অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা। আমি প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিচ্ছি।”

সংবাদমাধ্যম সিএনএন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের কাছে ‘সর্বশক্তি প্রয়োগ’ বলতে ট্রাম্প ঠিক কী বুঝিয়েছেন, তা জানতে যোগাযোগ করলেও হোয়াইট হাউজ কোনো জবাব দেয়নি।

প্রেসিডেন্টের এই ঘোষণার পর ওরেগন অঙ্গরাজ্যের সিনেটর জেফ মার্কলে, পোর্টল্যান্ড মেয়র কেইথ উইলসন, রিপাবলিকান মেক্সিন ডেক্সটার এবং সিটি কাউন্সিল মেম্বাররা পোর্টল্যান্ডের সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এর আগে পোর্টল্যান্ডে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা দেখা গিয়েছিল।

সিনেটর মার্কলে বলেছেন, “আমি যতটুকু জানি প্রেসিডেন্ট এখানে তার এজেন্ট পাঠিয়েছেন নৈরাজ্য ও দাঙ্গা সৃষ্টি করতে যেন একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যেন প্রতিবাদ হয়। যেন সংঘাত হয়। তার লক্ষ্য হলো পোর্টল্যান্ডকে ঠিক সেইরকম দেখানো, যেমন তিনি এটিকে বর্ণনা করছেন। আমাদের কাজ হলো বলা, ‘আমরা এই ফাঁদে পা দেব না।”

পোর্টল্যান্ড থেকে দুই মাইল দূরে অবস্থিত অভিবাসীদের ওপর ধরপাকড় চালানো আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) অবকাঠামোটিতে গত কয়েক মাস ধরে টানা বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় না চালানোর দাবিতে আন্দোলন করছেন।

সূত্র: সিএনএন

সর্বশেষ সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন ইয়ামাল

মাত্র ১৮ বছর বয়সেই ফুটবল বিশ্বে ইতিহাস গড়ে ফেললেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বিস্ময়-বালক লামিনে ইয়ামাল। জার্মান ভিত্তিক বিশ্বখ্যাত ফুটবল...

এই বিভাগের অন্যান্য সংবাদ