অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, জুলাই পরবর্তী সময়ে দেশে নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই প্রেক্ষাপটে মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এটি না করে অন্তর্বর্তী সরকার অনেক পিছিয়ে গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নাগরিক প্ল্যাটফর্ম এর সংলাপ, খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫’র আলোচনায় এসব কথা বলেন তিনি।
ড. দেবপ্রিয় বলেন, গত একবছরে বাংলাদেশে কোনো মানবাধিকার কমিশন হয়নি। অতীতে নাগরিকদের চাপে পরে যে কমিশন গঠন হয়েছে সেটাও নখদন্ত্যহীন মানবাধিকার কমিশন।
এসময় বক্তরা বলেন, জুলাই পরবর্তী সময়ে মানবাধিকার কমিশনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, কিন্তু সেটা হয়নি। এখনও অদৃশ্য কোন চাপ রয়ে গেছে। মানবাধিকার কমিশনে শ্রমিকের অধিকার নেই বলেও মন্তব্য করেন তারা।
এছাড়া পাহাড় এবং সমতলকে মানবাধিকারের অদৃশ্য দেয়াল দিয়ে বেধে দেয়া হয়েছে বলেও মন্তব্য করা হয়। মানবাধিকার কমিশনে কোন মানদণ্ডে কাকে নিয়োগ দেয়া হবে, সেটা আরও স্পষ্ট হওয়া উচিত বলে মনে করেন বক্তারা।