থাইল্যান্ডের সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরিখান ২০২৬-এর বিজয়ী সুপান্নি নয়নোনথংয়ের মুকুট ফিরিয়ে নেয়া হয়েছে। মুকুট জয়ের একদিন পরই বেবি নামে পরিচিত এই সুন্দরীর ব্যক্তিগত কিছু ভিডিও ক্লিপ অনলাইনে ছড়িয়ে পড়ার পর আয়োজক কমিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর এনডিটিভির।
জানা গেছে, আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬ প্রতিযোগিতায় অংশ নেয়ার কথা ছিল নয়নোনথংয়ের। কিন্তু আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল্যবোধ ও নীতির সঙ্গে তার কর্মকাণ্ড সামঞ্জস্যপূর্ণ নয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা গেছে। ভিডিওগুলো ছড়িয়ে পড়ার পরই সেগুলো নিয়ে শুরু হয় বিতর্ক।
এই ঘটনার পর ২৭ বছর বয়সী নয়নোনথং সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে জানান, করোনাকালে চরম আর্থিক সংকটে তিনি অনলি ফ্যানস-এ কনটেন্ট বানাতেন অসুস্থ মাকে দেখাশোনার খরচ জোগাতে। পরে মায়ের মৃত্যু হয়।
তিনি বলেন, ‘এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এর পুনরাবৃত্তি না ঘটে।’
নয়নোনথং অভিযোগ করেন, অবৈধ জুয়ার সাইটগুলো তার ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করছে। এ বিষয়ে তিনি পুলিশে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন।