spot_img

জাতিসংঘে চলন্ত সিঁড়ি বন্ধ হওয়াকে নাশকতা আখ্যা, তদন্ত চান ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘ সদর দপ্তরে তার সফরকালীন সময়ে “তিনটি নাশকতা”র শিকার হয়েছেন জানিয়ে তদন্তের দাবি করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, তিনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একটি চিঠি পাঠিয়েছেন। তাতে এস্কেলেটর, টেলিপ্রম্পটার ও শব্দ ব্যবস্থার ত্রুটি নিয়ে তদন্ত করার আহ্বান জানানো হয়েছে।

ঘটনা তিনটির একটি ঘটে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার আগে। ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এস্কেলেটরে ওঠার পরপরই সেটি হঠাৎ বন্ধ হয়ে গেলে তাদের হেঁটে ওপরে উঠতে হয়। সেই সময় ট্রাম্প ঘটনাটি এড়িয়ে গিয়েছিলেন, বক্তৃতা দেয়ার সময় ট্রাম্প ঘটনাটিকে হালকাভাবে নিয়ে রসিকতাও করেছিলেন।

তবে পরদিন সুর পাল্টে এটিকে “অত্যন্ত ভয়ংকর তিনটি ঘটনা” হিসেবে আখ্যা দেন তিনি। ট্রাম্প দাবি করেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস তদন্ত শুরু করেছে।

ট্রাম্প লেখেন, “অবিশ্বাস্য যে মেলানিয়া আর আমি সামনের দিকে পড়ে যাইনি। স্টিলের ধারালো ধাপগুলোতে মুখ থেঁতলে যেত। আমরা শক্ত করে হাতল না ধরলে ভয়াবহ দুর্ঘটনা ঘটত।”

তিনি অভিযোগ করে আরও বলেন, এস্কেলেটর বন্ধ হওয়ার ঘটনাটি “পুরোপুরি তোড়জোড়”। এ সময় তিনি সানডে টাইমস-এর একটি প্রতিবেদন উল্লেখ করেন যেখানে বলা হয়েছিল, জাতিসংঘের কিছু কর্মী এর আগে ট্রাম্পকে বিব্রত করতে এস্কেলেটর বন্ধ করার রসিকতা করেছিল। “যারা এটা করেছে তাদের গ্রেপ্তার করা উচিত!”—লিখেছেন ট্রাম্প।

এছাড়া তিনি দাবি করেন, বক্তৃতার সময় শব্দ ব্যবস্থা “পুরোপুরি বন্ধ” ছিল। ফলে শ্রোতারা কেবল অনুবাদকের হেডফোন ব্যবহার করলেই বক্তব্য শুনতে পারছিলেন।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজও তদন্ত দাবির প্রতি সমর্থন দিয়ে বলেন, “এ ধরনের ঘটনা অগ্রহণযোগ্য। এগুলো একটি ভেঙে পড়া প্রতিষ্ঠানের পরিচায়ক এবং গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করে।”

অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ট্রাম্পের প্রতিনিধি দলের একজন ভিডিওগ্রাফার ভুলবশত জরুরি স্টপ ফাংশন চালু করার কারণে এসকেলেটরের ত্রুটি দেখা দিয়েছিল।

আরেক মুখপাত্র ফারহান আজিজ হক বলেন, টেলিপ্রম্পটারটি ট্রাম্পের নিজস্ব দলের ছিল এবং এবং তিনি তদন্তের বিষয়টি হোয়াইট হাউসে পাঠিয়েছেন।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

সাফ অনূর্ধ্ব-১৭: পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলোম্বোতে মুখোমুখি হয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ