spot_img

বাংলাদেশে বসেই মিলবে ‘টাইটানিক’ অভিনেতার যুদ্ধ দেখার সুযোগ

অবশ্যই পরুন

বিশ্বখ্যাত হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও আবারও ফিরছেন নতুন এক মহা-কাব্যিক অ্যাকশন-থ্রিলার সিনেমা নিয়ে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ নামের এই চলচ্চিত্রটি ২৬ সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও সিনেমাটি দেখতে পারবেন স্টার সিনেপ্লেক্সে।

সিনেমাটির পরিচালনায় রয়েছেন- খ্যাতনামা নির্মাতা পল টমাস অ্যান্ডারসন। ১৯৯০ সালে প্রকাশিত টমাস পিঞ্চনের উপন্যাস ‘ভিনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘ ২০ বছর ধরে এই প্রজেক্ট নিয়ে কাজ করেছেন।

এটি পরিচালকের ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী প্রজেক্ট হিসেবে বিবেচিত হচ্ছে, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

ছবিতে ডিক্যাপ্রিওর পাশাপাশি আরও অভিনয় করেছেন শন পেন, বেনিসিও দেল তোরো, রেজিনা হল, টেয়ানা টেলর ও চেজ ইনফিনিটি। সিনেমার কাহিনীতে দেখা যাবে, সাবেক কিছু বিপ্লবী যোদ্ধা একটি মেয়েকে উদ্ধার করতে দীর্ঘ ১৬ বছর পর আবার একত্রিত হন। এই কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য ডিক্যাপ্রিও পেয়েছেন ২০ মিলিয়ন মার্কিন ডলার পারিশ্রমিক।

সিনেমার শুটিং শুরু হয়েছিল ২০২৩ সালের জুনে, পূর্ণাঙ্গ শুটিং চলে ২০২৪ সালের ২২ জানুয়ারি পর্যন্ত। প্রথমে সিনেমার নাম রাখা হয়েছিল ‘দ্য ব্যাটল অব বাকটান ক্রস’, পরে তা পরিবর্তন করে রাখা হয় ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।

সিনেমাটি নিয়ে ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। ছবির ধাঁচে রয়েছে অ্যাকশন, রাজনৈতিক ব্যঙ্গ এবং ব্যাক কমেডির মিশ্রণ, যা প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন চলচ্চিত্র পর্যালোচনায়।

নিজ চরিত্র প্রসঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিও বলেন, এই সিনেমা আমাদের সমাজে বিদ্যমান বিভাজন এবং চরমপন্থার প্রভাবকে তুলে ধরেছে। যদিও এখানে সরাসরি রাজনৈতিক বার্তা নেই, তবে বিনোদনের মধ্য দিয়েই তা প্রতিফলিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুনিয়র বৃত্তি পরীক্ষার্থীদের মাউশির ছয় নির্দেশনা

দেশজুড়ে আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা। এরই মধ্যে পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ