spot_img

নভেম্বরের মধ্যেই রাজউককে বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে: পরিবেশ উপদেষ্টা

অবশ্যই পরুন

নগরবাসীর স্বার্থে আগামী নভেম্বরের মধ্যেই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিল্ডিং কোড চূড়ান্ত করতে হবে। ঢাকাকে বাসযোগ্য করা ও বাসিন্দাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এটিকে গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে হবে— এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সেপটিক ট্যাংক ও স্যুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বিষয়ক এক সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, রাজধানী ঢাকার বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা আইনগতভাবে বাধ্যতামূলক। এই প্রকল্প ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। এজন্য রাজউক ও ওয়াসাকে দায়িত্ব নিতে হবে বলে।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, বুড়িগঙ্গাসহ ঢাকার চারপাশের নদী রক্ষা কঠিন হলেও অসম্ভব নয়। নদীর সাথে সংযুক্ত খালগুলো পরিষ্কার করতে সবাইকে উদ্যোগী হতে হবে।

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপের ফাইনালে ভারত, কাল বাংলাদেশ-পাকিস্তান অলিখিত সেমিফাইনাল

বাংলাদেশ মাত্র ১৬৯ রানের লক্ষ্য পেয়েছিল। তাতেও লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না টাইগাররা। হারতে হয়েছে ৪১ রানে। ফাইনালে চলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ