জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় চলমান যুদ্ধ তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই যুদ্ধ বন্ধ না হলে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে বিশ্বনেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘গাজায় যুদ্ধ এখনই বন্ধ করতে হবে।’ তিনি জানান, যুদ্ধবিরতির জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।
একইসঙ্গে গাজায় আটক থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমাদের শান্তি আলোচনায় যেতে হবে। বন্দিদের ফিরিয়ে আনতে হবে। আমরা বাকি ২০ জনকেই ফেরত চাই।
তবে ট্রাম্প কয়েকটি পশ্চিমা দেশের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, এটি যেন হামাসের জন্য পুরস্কার হয়ে যাচ্ছে।
ট্রাম্পের এই মন্তব্য জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। গুতেরেস কয়েকদিন আগে বলেছিলেন, ‘ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা কোনো পুরস্কার নয়, এটি তাদের অধিকার।’
সূত্র: আল জাজিরা