ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা অবস্থায় কিলিয়ান এমবাপ্পে দুই মিনিটের ব্যবধানে দুটি গোল করে দলকে স্বস্তি এনে দেন। ৬৪তম মিনিটে পেনাল্টি থেকে দারুণ এক শটে গোল করেন ফরাসি তারকা। এরপর আর্দা গুলেরের পাস থেকে সূক্ষ্ম ফিনিশিংয়ে নিজের সপ্তম গোল করেন তিনি।
এর আগে ভিনিসিয়ুস জুনিয়র চমৎকার এক আউটসাইড-ফুট শটে রিয়ালকে এগিয়ে দেন। তারপর আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তান্তোনোকে অ্যাসিস্ট করেন ভিনিসিয়ুস। তার দুর্দান্ত শটে গোল করে রিয়ালের চতুর্থ কনিষ্ঠতম লা লিগা গোলদাতা হয়ে যান।
লেভান্তে একটি গোল শোধ করলেও (এট্টা এয়ং হেডে), এমবাপ্পের ঝড়ে তাদের প্রত্যাবর্তনের সব আশা শেষ হয়ে যায়।
এদিকে বার্সেলোনা অবশ্য বৃহস্পতিবার ওভিয়েদোর মাঠে জয় পেলে ব্যবধান তিন পয়েন্টে নামিয়ে আনতে পারবে।