বিয়ের পর থেকেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন বারবার শোনা যাচ্ছিল। শুরুতে এ নিয়ে চুপ থাকলেও কিছুদিন আগে তাদের ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেন। এরপর একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ক্যাটরিনার স্ফীত পেট ক্যামেরায় ধরা পড়ায় জল্পনা আরও তীব্র হয়। তখন থেকেই অনুরাগীরা দিন গুনছিলেন, কবে আসছে নতুন অতিথি।
অবশেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ভক্তদের সঙ্গে সুখবর ভাগ করে নিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল। সাদা-কালো এক ফ্রেমে দেখা যায়, স্ত্রী ক্যাটরিনার স্ফীত পেট আগলে রেখেছেন ভিকি। ছবির ক্যাপশনে তারা লিখেছেন— “একরাশ উচ্ছ্বাস নিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি।”
এই পোস্টের পরই শুভেচ্ছার বন্যায় ভাসছেন তারকা দম্পতি। বলিউড সহকর্মীদের মধ্যে সোনাম কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকে অভিনন্দন জানিয়েছেন।
এর আগেই গত জুলাইয়ে আলিবাগে ছুটি কাটাতে যাওয়ার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন ক্যাটরিনা। সাদা ঢিলেঢালা পোশাক, মেকআপহীন মুখ, আর ভিকি কৌশলের আগলে রাখা উপস্থিতি তখন থেকেই মা হওয়ার জল্পনা উসকে দেয়।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরের ১৫ থেকে ৩০ তারিখের মধ্যে ডেলিভারি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এ নিয়ে ভিকি-ক্যাটরিনা দম্পতি আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানাননি।