spot_img

নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনা হবে: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত কমিটি। এর জন্য প্রায় ৪শ’ কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি অর্থায়নে ইউএনডিপির মাধ্যমে এই বডি ক্যামেরাগুলো কেনা হবে। এজন্য ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। তারা ভালো মান নিশ্চিত করবে।

তিনি আরও জানান, নির্বাচনের জন্য যা বরাদ্দ দরকার, তার কোনো কমতি হবে না। এদিনের বৈঠকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের রানওয়ের মানোন্নয়ন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের আধুনিকায়নের জন্য ক্রয় অনুমোদন দেয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, আপদকালীন সময়ের জন্য কিছু ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়াও, রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার, সৌদি আরব থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার এবং কাফকো থেকে ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির প্রস্তাবও ক্রয় কমিটি অনুমোদন করেছে।

প্রসঙ্গত, আগামী ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি। এতে ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন।

সর্বশেষ সংবাদ

প্যারিসের সিটি হলের জানালায় টানানো হলো ফিলিস্তিনের পতাকা

ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে দেশটির পতাকা টানানো হয় প্যারিসের সিটি হলের জানালায়। গতকাল (২২ সেপ্টেম্বর) প্যারিসের কয়েকজন নির্বাচিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ