ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন দমন করতে অধিভুক্ত পুলিশ সদস্যদের চাইনিজ রাইফেল দিয়ে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন বলে দাবি করেছেন ডিএমপির সাবেক ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক সাক্ষ্যে তিনি জানান, ওই দিন ছাত্র-জনতার ওপর দমনমূলক ব্যবস্থা নিতে হাবিবুর রহমান সর্বোচ্চ বল প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন এবং সেটি ওয়্যারলেস বার্তার মাধ্যমে সকল ইউনিটে পাঠানো হয়েছিল।
একই দিনে ট্রাইব্যুনালে সিআইডি’র ফরেনসিক বিভাগের ফরেনসিক কর্মকর্তা সাহেদ জোবায়ের লরেন্স জানান, আন্দোলনের সময় জব্দ করা কয়েকটি একটি অডিও ক্লিপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কণ্ঠ থাকার সত্যতা মিলেছে।
এছাড়াও এদিন ট্রাইব্যুনালে আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় দায়ের করা মামলার শুনানিও অনুষ্ঠিত হয়। সেখানে শহীদ সৈকতের পিতা শফিকুল ইসলামকে জেরা করা হয়।