spot_img

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

অবশ্যই পরুন

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স।

এতে বলা হয়, অনুমোদনবিহীন তথ্য প্রকাশ থেকে বিরত না থাকলে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনে প্রবেশের অধিকার হারাতে পারেন সাংবাদিকরা। নতুন নিয়মে সাংবাদিকদের ভবনের ভেতরে চলাফেরার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে সীমাবদ্ধতা। সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিকভাবে তথ্য ফাঁস হওয়ার প্রেক্ষিতে নেয়া হয়েছে এই সিদ্ধান্ত।

এই ইস্যুতে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন ‘সেক্রেটারি অব ওয়ার’ পিট হেগসেথ।

সেখানে তিনি লেখেন, পেন্টাগন প্রেস দ্বারা নয় বরং জনগণের দ্বারা পরিচালিত হয়। সাংবাদিকরা আর সুরক্ষিত স্থাপনার ভেতরে অবাধে ঘুরতে পারবেন না বলেও জানান তিনি। এতে পরিচয়পত্র ব্যবহার ও নিয়ম মেনে চলতে গণমাধ্যমকর্মীদের প্রতি নির্দেশনাও দেন হেগসেথ।

এর আগে, গত মার্চ মাসে ইয়েমেনে বোমা হামলার বিষয়ে গোপন তথ্য ফাঁস হওয়ার ঘটনায় তদন্তের মুখে পড়েছিলেন হেগসেথ। এতে বেড়িয়ে আসে তথ্য ফাঁস হওয়ার রহস্য। জানা যায়, প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ওয়াল্টজ, যিনি সম্প্রতি জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন, এক সাংবাদিককে আড্ডায় আমন্ত্রণ জানিয়েছিলেন। আর তিনিই পরবর্তীতে ফাঁস করে দেন সংবেদনশীল তথ্যগুলো।

সর্বশেষ সংবাদ

দাম বাড়লো ভোজ্যতেলের, লিটারে ৬ টাকা

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ