spot_img

রাশিয়ার ‘আকাশসীমা লঙ্ঘন’, যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা

অবশ্যই পরুন

এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ন্যাটো মিশনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়াকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। ন্যাটোর প্রতিটি ভূখণ্ড রক্ষায় আমরা আমাদের এস্তোনীয় মিত্রদের পাশে আছি।’

আজ রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এস্তোনিয়ার অভিযোগ অনুযায়ী, রাশিয়ার তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান অনুমতি ছাড়াই তাদের আকাশসীমায় প্রবেশ করে। বাল্টিক সাগরের ভাইন্ডলু দ্বীপের ওপর দিয়ে প্রবেশের পর প্রায় ১২ মিনিট এস্তোনিয়ার আকাশে অবস্থান করে বিমানগুলো—জাতীয় সংবাদ সংস্থা ইইআরআর এ তথ্য জানায়।

ঘটনার পর টালিনে নিযুক্ত রুশ কূটনীতিককে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানায় এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনো মস্কোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।

এ ঘটনায় দ্রুত নিন্দা জানায় ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন ইউরোপীয় রাজধানী। ন্যাটো জানায়, মিত্র দেশগুলোর যুদ্ধবিমান তাৎক্ষণিকভাবে উড্ডয়ন করে রুশ বিমানগুলোকে আটকায়। জোট এ ঘটনাকে ‘বেপরোয়া পদক্ষেপ’ বলে অভিহিত করে।

উল্লেখ্য, চলতি সপ্তাহে রোমানিয়া ও পোল্যান্ডের আকাশসীমাতেও রুশ ড্রোন প্রবেশের ঘটনা ঘটে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে।

সর্বশেষ সংবাদ

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১২ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর...

এই বিভাগের অন্যান্য সংবাদ