spot_img

সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন মঞ্জুর

অবশ্যই পরুন

২৫ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর করেছে আদালত।

রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের সিনিয়র মহানগর স্পেশাল জজ আদালতে এই আবেদন মঞ্জুর করেন।

এর আগে, গত ১৮ সেপ্টেম্বর এই দম্পতির ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে শুনানির জন্য আজ দিন ধার্য করেন আদালত।

এদিকে, আজ রোববার চট্টগ্রাম থেকে সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ ও অর্থ পাচার সংক্রান্ত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুদক।

দুদক জানায়, প্রাথমিকভাবে নথিগুলো পর্যালোচনা করে ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, ক্যাম্বোডিয়ায় সাইফুজ্জামানের সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে বলে দেখা গেছে। তাছাড়া, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাঁচার তথ্য-প্রমাণের নথি রয়েছে বলেও দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিভিন্ন দেশের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ