spot_img

আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিয়েছে ব্রাজিল

অবশ্যই পরুন

নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলায় অফিসিয়ালি যুক্ত হয়েছে ব্রাজিল। এই মামলায় ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে জাতিগত নিধন চালানোর অভিযোগ করা হয়েছে।

জাতিসংঘের যে কোনো সদস্য রাষ্ট্র একটি চুক্তির ব্যাখ্যা নিয়ে প্রশ্ন উঠলে হস্তক্ষেপ করার অধিকার রাখে, যদি তারা ওই চুক্তির পক্ষভুক্ত হয়। ব্রাজিল এই অনুচ্ছেদ ব্যবহার করে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যে, ইসরায়েল ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করছে।

ব্রাজিল আইসিজে বিধির ৬৩ নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জুলাই মাসে জানিয়েছিল যে, তারা মামলায় যোগ দেয়ার পরিকল্পনা করছে, কারণ তারা মনে করছে, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের আগ্রাসনের পেছনে বিচারহীনতা আন্তর্জাতিক আইনকে ক্ষতিগ্রস্ত করছে।

এখন ব্রাজিল, স্পেন, আয়ারল্যান্ড, মেক্সিকো, তুরস্ক এবং অন্যান্যদের সঙ্গে যুক্ত হয়েছে, যারা দক্ষিণ আফ্রিকার পক্ষে মামলায় হস্তক্ষেপ করেছে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধে অংশগ্রহণের অভিযোগে — যে যুদ্ধে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানদের

২য় ওয়ানডেতে বাংলাদেশকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো আফগানিস্তান। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ