spot_img

লা লিগায় টানা পঞ্চম জয় রিয়াল মাদ্রিদের

অবশ্যই পরুন

স্প্যানিশ লা লিগায় নিজেদের দাপট অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (২০ সেপ্টেম্বর) ঘরের মাঠে কিলিয়ান এমবাপ্পে ও এডার মিলিটাওয়ের গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান আরও মজবুত করল লস ব্লাঙ্কোজরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল মাদ্রিদ। ৭৩ শতাংশ বল নিজেদের দখলে রেখে গোলের জন্য শট নেয় ১৬টি, যার ৫টি ছিল লক্ষ্যে। আর ২৭ ভাগ বল দখলে রেখে ৮টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে পারে এস্পানিওল।

ম্যাচের প্রথমার্ধে ছন্দহীন রিয়ালকে চাপে রেখেছিল অতিথিরা, তবে বড় সুযোগ কাজে লাগাতে পারেনি। বরং ম্যাচের ২২তম মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার এডার মিলিটাও প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে মাদ্রিদকে এগিয়ে দেন।

চোট থেকে ফিরে যেন নতুন করে নিজেকে আবিষ্কার করেছেন মিলিটাও, ম্যাচে যেমন রক্ষণে অবদান রেখেছেন, তেমনি গোল করেও দলকে এগিয়ে দিয়েছেন। প্রায় এক বছরের মধ্যে এটি তার প্রথম গোল। এই গোলের পরই আক্রমণে আরও তেজী হয়ে ওঠে স্বাগতিকরা।

এরপরও বিরতির আগে সুযোগ পেয়েছিল এস্পানিয়ল। একবার পুয়াদোর ক্রসে সামান্য দেরি করেন রবার্তো ফার্নান্দেজ, আবার একবার এক্সপোসিতোর ফ্রি-কিকে কালেরোর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে তাদের আক্রমণের ভিড়ে যে অনুপস্থিতি প্রকট হয়ে উঠল, তা হলো গোল করার ধাত।

দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পে বক্সের বাইরে থেকে ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ডান পায়ের নিখুঁত চিপ শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। দিমিত্রোভিচের আরও ভালো কিছু করার সুযোগ ছিল, কিন্তু ফরাসি তারকার নিখুঁত ফিনিশিংয়ের সামনে দাঁড়াতে পারেননি তিনি।

এরপর আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও তিনি গোলমুখ খুঁজে পাননি। ভিনিসিউস জুনিয়রেরও একটি শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের শেষদিকে এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন ইংলিশ তারকা জুড বেলিংহ্যাম। ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর এটি ছিল তার মৌসুমের প্রথম ম্যাচ।

নতুন মৌসুমে এখনও সেরা ছন্দে পৌঁছাতে পারেনি রিয়াল মাদ্রিদ। তবে বারবার প্রমাণ করছে—তাদের জয়ের উপায় অনেক। কখনও রক্ষণ, কখনও তারকা ফরোয়ার্ডদের দক্ষতা, আবার কখনও মাঝমাঠের পরিশ্রম। এদিন ছিল দুইটি সোনালী দূরপাল্লার শটের দিন, যা নিশ্চিত করল পূর্ণ পয়েন্ট।

এস্পানিওলের বিপক্ষে এই জয়ের ফলে কোচ জাবি আলোনসো লা লিগায় ১০০ শতাংশ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার অধীনে এখন পর্যন্ত লিগের পাঁচ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে তাদের পূর্ণ ১৫ পয়েন্ট। অন্যদিকে এস্পানিওলের ৫ ম্যাচে অর্জন ১০ পয়েন্ট।

সর্বশেষ সংবাদ

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞার হুমকি পেন্টাগনের

মার্কিন প্রতিরক্ষা দফতরে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ার হুমকি দিয়েছে পেন্টাগন। রোববার (২১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তাসংস্থা...

এই বিভাগের অন্যান্য সংবাদ