spot_img

ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল

অবশ্যই পরুন

ইসরায়েলের কাছে ৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে এই চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদন চাচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পিত প্যাকেজে রয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর জন্য ৩০টি ‘এএইচ-৬৪’ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার। এছাড়াও ৩,২৫০টি ইনফ্যান্ট্রি অ্যাসল্ট ভেহিকেল।

এই চুক্তিটি এমন সময় ঘটছে, যখন ইসরায়েল কাতারে হামাসের নেতাদের ওপর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পশ্চিমা দেশগুলোর তীব্র নিন্দার মুখে পড়েছে।

মূলত, গাজায় আক্রমণের মাত্রা বাড়াতে এই অস্ত্র কেনার চুক্তি করতে আগ্রহী ইসরায়েল। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের জন্য চুক্তিটি বেশ লাভজনক বলে দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

সর্বশেষ সংবাদ

এবার অধিবেশন ভিন্ন হবে, কারণ বহু দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, বিভিন্ন দেশের আসন্ন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির সিদ্ধান্ত দুই রাষ্ট্র সমাধানের বাস্তবায়নকে ত্বরান্বিত করবে। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ