spot_img

ভেনেজুয়েলার মাদকবাহী নৌযানে হামলা যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের

অবশ্যই পরুন

ক্যারিবীয় সাগরে আবারও ভেনেজুয়েলার নৌযান টার্গেট করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নিহত হয়েছে কমপক্ষে ৩ জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন এ তথ্য।

তার দাবি, মাদক পরিবহন করছিলো নৌযানটি। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, তার নির্দেশেই চালানো হয়েছে মাদক বিরোধী অভিযান। দাবি, তাদের গোয়েন্দা তথ্যে গোপন রুট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে মাদক নিয়ে যাচ্ছিল চোরাকারবারীরা।

নৌযানটি কোথা থেকে রওয়ানা দিয়েছে বা কোন অবস্থানে থাকাকালীন হামলা চালানো হয়েছে উল্লেখ করেননি ট্রাম্প। পোস্টের সাথে এক মিনিটের একটি ভিডিও-ও যুক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার নৌযানে হামলা চালালো মার্কিন বাহিনী।

উল্লেখ্য, ভেনেজুয়েলার বিরুদ্ধে মাদক বিরোধী অভিযান ও ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক বহর মোতায়েন ঘিরে বেশ কিছুদিন ধরেই চলছে উত্তেজনা।

সূত্র: আল জাজিরা।

সর্বশেষ সংবাদ

মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ