spot_img

১৭ই ডিসেম্বর থেকে শুরু হবে বইমেলা

অবশ্যই পরুন

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা আয়োজন করা হয়ে থাকে। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রমজানের কারণে বইমেলার সময়সূচিতে পরিবর্তন এসেছে।

চলতি বছরের ডিসেম্বরের ১৭ তারিখ থেকে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমী। যা চলবে ছাব্বিশ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বইমেলার তারিখ নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এই বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলা একাডেমী।

এতে বলা হয়, অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্বাচন ও রমজানের কারণে অমর একুশে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ই ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ই জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এই সভার সভাপতিত্ব করেন। এতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ একাডেমির সচিব, পরিচালক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপ থেকে বিদায়ের পর এবার বাংলাদেশকে নিয়ে যা বললেন আফগান কোচ

এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে এক বক্তব্যে আলোচনায় আসেন আফগানিস্তানের হেড কোচ জোনাথন ট্রট। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আসরের...

এই বিভাগের অন্যান্য সংবাদ