spot_img

কাতারে হামলার বিষয়ে অবশেষে মুখ খুললেন নেতানিয়াহু

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর চলতি মাসের শেষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করবেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ‘ট্রাম্প আমাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। জাতিসংঘে ভাষণের পর আমি তার সঙ্গে সাক্ষাৎ করব।’

এসময় তিনি কাতারে হামাস নেতাদের বৈঠকে ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে ন্যায্য বলে দাবি করেন। তার ভাষায়, ‘কাতার হামাসের সঙ্গে জড়িত। তাদের আশ্রয় দেয়, অর্থায়ন করে। দেশটির প্রভাব আছে, কিন্তু তারা তা ব্যবহার করেনি। তাই আমাদের পদক্ষেপ সম্পূর্ণ ন্যায্য।’

গত সপ্তাহে দোহায় হামাসের এক বৈঠকে ইসরায়েলের ওই বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হন। তবে যেসব শীর্ষ হামাস নেতাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল, তারা বেঁচে যান বলে হামাস ও ইসরায়েলি সূত্রের বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

কাতারের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। দেশটি দীর্ঘদিন ধরে হামাস নেতাদের আশ্রয় দিয়ে আসছে এবং ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

উল্লেখ্য, হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় চলমান গাজা যুদ্ধ।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে পাকিস্তানের বিবৃতি

সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান বুধবার (১৭ সেপ্টেম্বর) একটি আনুষ্ঠানিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে। এই পদক্ষেপটি বহু...

এই বিভাগের অন্যান্য সংবাদ