spot_img

ডেমু ট্রেন কেলেঙ্কারি: রেলের সাবেক ডিজি তৌহিদুলসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

অবশ্যই পরুন

ডেমু ট্রেন আমদানি করে প্রায় ৬০০ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে রেলওয়ের সাবেক মহাপরিচালক তৌহিদুল আনোয়ার চৌধুরীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুদক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা যায়।

মামলার এজাহারে বলা হয়, ১০ বছর আগে চীন থেকে ২০টি ডেমু ট্রেন আমদানি করেছিল সরকার। যার ব্যয় ছিল সাড়ে ৬০০ কোটি টাকা। অথচ মাত্র পাঁচ-ছয় মাসের মধ্যেই ট্রেনগুলো বিকল হতে শুরু করে। নতুন প্রযুক্তির প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষ জনবল না থাকায় বারবার মেরামতের চেষ্টাও ব্যর্থ হয়েছে। তিন বছর আগে স্থায়ীভাবে সবগুলো ট্রেন অচল হয়ে যায়। এসব অভিযোগে তৌহিদুল আনোয়ারসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়।

তাতে আরও বলা হয়, ডেমু ট্রেন প্রকল্পটি বাস্তবায়নের পেছনে ব্যক্তি স্বার্থ মূল উদ্দেশ্য ছিল। যা এখন রাষ্ট্রীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সর্বশেষ সংবাদ

অভিনয় ছাড়ার পর রিজিক নিয়ে যা বললেন তামিম মৃধা

জনপ্রিয় অভিনেতাদের একজন ছিলেন তামিম মৃধা। ইউটিউবার এবং গায়ক হিসেবেও ছিলেন প্রায় সমান জনপ্রিয়। কিন্তু অনেকদিন ধরেই শোবিজ অঙ্গন...

এই বিভাগের অন্যান্য সংবাদ