এশিয়া কাপে সুপার ফোরে ওঠার আশা বাঁচিয়ে রাখতে আজ (১৬ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ও শেষ গ্রুপ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস।
গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে পরাজিত করে জয় দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করেছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে হোঁচট খায় টাইগাররা।
এ পর্যন্ত ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করা বাংলাদেশের সুপার ফোরের পথে টিকে থাকতে আজকের ম্যাচে জিততেই হবে। জয়ের পরেই তারা সুপার ফোরের জন্য সুযোগ পাবে, নতুবা চলমান এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে টাইগারদের।
বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে লড়াই নতুন কিছু নয়। ২০১৪ সালে মিরপুরে সহযোগী দেশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে লড়াইয়ের শুরু হলেও, ১১ বছর পর এসে দুই দলের মুখোমুখি ১২ ম্যাচের মধ্যে ৭টিতেই জয়ী আফগানরা।
দুই দলের একাদশ
আফগানিস্তান : সেদিকউল্লাহ আতাল, রহমানউল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নূর আহমেদ, এএম গাজানফার, ফজলহক ফারুকি।
বাংলাদেশ : লিটন দাস, তানজিদ তামিম, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।