spot_img

ইসরায়েলের রামন বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

অবশ্যই পরুন

ইসরায়েলের রামন বিমানবন্দর এবং নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় চারটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হুতি। তারা জোর দিয়ে বলেছে, ইসরায়েলি আগ্রাসন কখনোই তাদের দৃঢ় সংকল্পকে দুর্বল করতে পারবে না কিংবা ফিলিস্তিনের প্রতি সমর্থন বন্ধ করতে পারবে না।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনি সেনা ও সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, অধিকৃত ভূখণ্ডে চারটি ড্রোন দিয়ে ইসরায়েলের একাধিক স্থানকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনি বিমান বাহিনী।

তিনি জানান, তিনটি ড্রোন উম্ম আল-রাশরাশ (আইলাত) অঞ্চলের রামন বিমানবন্দরকে আঘাত করে এবং চতুর্থ ড্রোন ব্যবহার করে নেগেভ অঞ্চলের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। সারির দাবি অনুযায়ী, সব ড্রোন সফলভাবে তাদের নির্ধারিত লক্ষ্যে আঘাত হেনেছে।

হুতি মুখপাত্র জোর দিয়ে বলেন, ইয়েমেন তার ধর্মীয়, নৈতিক ও মানবিক দায়িত্ব পালন করছে এবং সাহসিকতার সঙ্গে ফিলিস্তিনি জনগণকে রক্ষা করবে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর আন্দোলনের প্রতি ইয়েমেনের অবস্থানকে দুর্বল করার সব প্রচেষ্টা অতীতের মতো এবারও ব্যর্থ হবে।

সর্বশেষ সংবাদ

যোগ্য লোককে ভোট দিন, জাতির ভবিষ্যৎ নিশ্চিত করুন: মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন ও গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ধারণের এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা কোন ধরনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ