spot_img

বিয়ের আগে চাইছি একটু ব্যস্ততা থাকুক: মধুমিতা

অবশ্যই পরুন

গত বছর নিজের প্রেমের কথা প্রকাশ্যে আনেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। জানিয়েছিলেন, চলতি বছরই প্রেমিক দেবমাল্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। ইতিমধ্যেই শুরু হয়েছে তার নতুন ধারাবাহিকের শুটিং। ১৫ সেপ্টেম্বর থেকে মেগাটি সম্প্রচার শুরু হবে। কাজের ব্যস্ততার মাঝেই কেমন চলছে বিয়ের প্রস্তুতি? এবার সে বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস জানা যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে মধুমিতা বলেন, বিয়ের তারিখটা এখনই জানাতে চাই না। এটা আপাতত আড়ালেই রাখতে চাই। তবে খুব শিগগিরই বিয়ে হচ্ছে। এখনও কোনও শপিং শুরু হয়নি। পুজোর পর থেকেই কেনাকাটা শুরু করব। পরিকল্পনা মতো চললে পুজোর পর এক-দেড় মাসের মধ্যেই সব প্রস্তুতি শেষ হয়ে যাবে। ভেন্যু কিন্তু ঠিক হয়ে গিয়েছে।

আরও পড়ুন: শিল্পীদের পাপী ভাববেন না: কনকচাঁপা

ধারাবাহিকের শুটিংয়ের চাপের মাঝেও প্রেমের রং যে একেবারেই ফিকে হয়নি, তা জানিয়ে মধুমিতা বলেন, প্রথমত, আমাদের প্রেমের বয়স এখন এক বছর। এই এক বছরে আমরা চুটিয়ে প্রেম করেছি। বিয়ের আগে চাইছি একটু ব্যস্ততা থাকুক। এতে আমরা একে অপরকে মিস করব, আর সেটাই উপভোগ করছি। দেবমাল্য খুব সাপোর্টিভ। ও নিজেও বিয়ের প্রস্তুতি আর কাজের ব্যস্ততায় আছে।

উল্লেখ্য, ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা। প্রথম মেগা ‘সবিনয় নিবেদন’-এর শ্যুটিং সেটেই তাদের আলাপ ও সম্পর্ক গড়ে ওঠে। তবে কয়েক বছরের মধ্যেই তাঁদের বিবাহিত জীবনে ভাঙন ধরে এবং ২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। এরপর ২০২৪ সালের পুজোর আগে দেবমাল্যর সঙ্গে নিজের নতুন সম্পর্কের খবর নিজেই জানান মধুমিতা। জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি।

সর্বশেষ সংবাদ

দল বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় ‘শাপলা কলি’ যুক্ত হয়েছে: ইসি সচিব

কোনও দলের বিবেচনায় নয়, প্রতীক নিয়ে বিরূপ মতামত আসায় কমিশন 'শাপলা কলি' যুক্ত করেছে বলে জানিয়েছেন ইসি সিনিয়র সচিব...

এই বিভাগের অন্যান্য সংবাদ