নায়িকাদের মধ্যে বন্ধুত্ব আদৌ সম্ভব কি না—এই প্রশ্ন বহুবার উঠে এসেছে বলিউডের অন্দরমহলে। একাধিকবার এমন খবর প্রকাশ্যে এসেছে যেখানে একসঙ্গে কাজ করতে গিয়ে নায়িকাদের মধ্যে সংঘর্ষ কিংবা মতবিরোধের ঘটনা ঘটেছে। তেমনই এক অভিজ্ঞতা রয়েছে আনুষ্কা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়ার।
জোয়া আখতার পরিচালিত ‘দিল ধড়কনে দো’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন দুই জনপ্রিয় নায়িকা। তবে শুটিং চলাকালীনই একটি বিষয়ে তাদের মধ্যে মতান্তর তৈরি হয় যা শেষমেশ গড়ায় কথা কাটাকাটিতে। জানা গেছে, অভিনেতা দর্শন কুমারকে ঘিরেই তৈরি হয় এই বিরোধ।
আনুষ্কা এর আগে দর্শনের সঙ্গে অভিনয় করেন ‘এনএইচ ১০’ ছবিতে, যেখানে দর্শনের চরিত্র ছিল একেবারেই নেতিবাচক। অন্যদিকে প্রিয়াঙ্কা চোপড়া ‘মেরি কম’ ছবিতে দর্শনের সঙ্গে কাজ করেছেন, সেখানে তিনি দর্শনের মানবিক ও সহানুভূতিশীল দিকটি দেখেছেন।
এই অভিজ্ঞতার ভিত্তিতেই দুই নায়িকার দর্শনকে নিয়ে মত ভিন্ন। আনুষ্কার মতে, দর্শন কুমার একজন “উদ্ধত” মানুষ। আর প্রিয়াঙ্কার দাবি, দর্শন অত্যন্ত “মিষ্টি এবং পরিশ্রমী” একজন অভিনেতা। এই দুই বিপরীতমুখী মন্তব্য থেকেই শুরু হয় মতবিরোধ।
ঘটনার বিষয়ে দর্শন কুমার নিজেই একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন। তার কথায়, “একদিন প্রিয়াঙ্কা ও আনুষ্কার একটি ছবির সেটে দেখা হয়েছিল। ওরা আমার প্রসঙ্গে কথা বলছিলেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, আমি খুব পরিশ্রমী এবং মিষ্টি মানুষ। তখন আনুষ্কা নাকি বলেন, ‘ওর মতো উদ্ধত মানুষ আমি আর দেখিনি।’
দর্শন আরও জানান, ‘এনএইচ ১০’ ছবিতে তার খলচরিত্রের বিশ্বাসযোগ্যতা ধরে রাখার জন্যই শুটিং চলাকালীন তিনি আনুষ্কার সঙ্গে দূরত্ব বজায় রাখতেন, এবং সেটের বাইরেও চরিত্রে থাকার চেষ্টা করতেন। তার ফলেই আনুষ্কার এমন ধারণা তৈরি হয় বলে মনে করেন তিনি।
বর্তমানে দর্শন কুমার অভিনয় করছেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিতে। তবে পুরনো সেই ঘটনাটি আবারও উঠে এসেছে আলোচনায়, যা বলিউডে নায়িকাদের পারস্পরিক সম্পর্কের জটিলতাকে নতুন করে সামনে আনছে।