spot_img

আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু

অবশ্যই পরুন

প্রথম সরকারি সফরের অংশ হিসেবে ইসরায়েলে গিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সেখানে গিয়ে তিনি অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণের পশ্চিমাংশ আল-বুরাক প্রাচীর (ইহুদিদের ভাষায় ওয়েস্টার্ন ওয়াল) পরিদর্শন করেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) ওয়েস্টার্ন ওয়াল পরিদর্শনের সময় রুবিওর সঙ্গে ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত মাইক হাকাবি। এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইসরায়েলি গণমাধ্যমের বরাতে জানা যায়, তারা একসঙ্গে প্রাচীরের সামনে প্রার্থনা করেন এবং স্থানীয় রীতিনীতি অনুযায়ী প্রাচীরের ইটের ফাঁকে লিখিত নোট রাখেন। তাদের স্ত্রীরা মহিলাদের জন্য নির্ধারিত অংশে প্রার্থনা করেন। পরবর্তীতে তারা পুরোনো শহরের মুসলিম কোয়ার্টারের নিচে অবস্থিত ওয়েস্টার্ন ওয়াল টানেলও পরিদর্শন করেন।

ইহুদিরা যেটিকে ওয়েস্টার্ন বা ওয়েইলিং ওয়াল নামে জানে, মুসলমানদের কাছে সেটি আল-আকসা মসজিদ কমপ্লেক্সের পশ্চিমাংশ আল-বুরাক প্রাচীর। ইসলামে আল-আকসা বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচিত। অন্যদিকে ইহুদিরা এই এলাকাকে ‘টেম্পল মাউন্ট’ নামে অভিহিত করে, যেখানে তাদের দাবি অনুযায়ী প্রাচীনকালে দুটি ইহুদি মন্দির ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল এবং ১৯৮০ সালে পুরো শহর সংযুক্ত করার ঘোষণা দেয়, যা আন্তর্জাতিক সম্প্রদায় কখনো স্বীকৃতি দেয়নি।

ইসরায়েলে রুবিওর আলোচনায় দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে বিমান হামলার ফলাফল নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। গাজার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধ বন্ধ করার জন্য হামাস যখন মার্কিন প্রস্তাব নিয়ে আলোচনা করছিল, তখন এই হামলাটি ঘটে। এতে আলোচনায় অংশ নেওয়া পাঁচজন গ্রুপ সদস্য নিহত হন। যদিও ভাগ্যক্রমে বেঁচে যান হামাসের শীর্ষ নেতৃবৃন্দ।

সর্বশেষ সংবাদ

১৯ মাস পর রাজা চার্লসের সঙ্গে প্রিন্স হ্যারির সাক্ষাৎ

বুধবার লন্ডনে ক্লারেন্স হাউসে বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রিন্স হ্যারি। চলতি বছরের শুরুর দিকে হ্যারির পুনর্মিলনের আহ্বান...

এই বিভাগের অন্যান্য সংবাদ