spot_img

সেবা খাতে দুর্নীতির মাত্রা বেশি: অর্থ উপদেষ্টা

অবশ্যই পরুন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন, দেশের সেবা খাতে দুর্নীতির মাত্রা সবচেয়ে বেশি। তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উপদেষ্টা হওয়ার আগে তাকেও বাধ্য হয়ে ঘুষ দিতে হয়েছে, যাতে কাজ দ্রুত সম্পন্ন হয়।

তিনি রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় রাজস্ব ভবনে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট (টিআইএমএস) সফটওয়্যার সিস্টেম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. আহমেদ বলেন, মানুষ দুর্নীতির এই চক্র থেকে মুক্তি চায়। তিনি সংশ্লিষ্ট সবাইকে মানুষের প্রতি সততার সঙ্গে সেবা দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানুষ যদি ভালো সেবা পায়, তাহলে তারা মূল্য পরিশোধ করতে কার্পণ্য করবে না।

আইটি সেক্টরের বিষয়ে তিনি বলেন, আমাদের দেশে আইটি উন্নয়নের কথা উঠলেই বিদেশি হার্ডওয়্যার কেনার প্রবণতা দেখা যায়, যা দেশকে বিদেশি নির্ভরশীল করে তুলেছে। বিদেশ থেকে কোনো কিছু ভাড়া করা মানেই বেশি টাকা খরচ।

তিনি আরও বলেন, বাইরের বিশেষজ্ঞরা অনেকে ভালো কাজ করলেও, তাদের কারো কারো ভিন্ন উদ্দেশ্যও থাকতে পারে।

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার মানুষের জন্য কিছু ভালো কাজ করে যেতে চাইছে। তিনি সংশ্লিষ্ট সবাইকে এসব কাজে সহযোগিতা করার আহ্বান জানান।

বাইরে থেকে যারা হতাশ হচ্ছেন, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, হতাশ হবেন না। আমরা মানুষের জন্য যা করছি, তা ইতিবাচকভাবে দেখুন। পরবর্তী সরকার এসব কাজকে কাজে লাগাতে পারবে।

তিনি ট্যাক্স আইনজীবীদের উদ্দেশে বলেন, ঘুরিয়ে-ফিরিয়ে বাড়তি টাকা আদায় না করে, সহজভাবে কাজ করে দিলে ক্লায়েন্টরা স্বতঃস্ফূর্তভাবে একই টাকা দেবে।

তিনি আরও যোগ করেন, বিনা পয়সায় কাজ করে দেওয়া সম্ভব নয়, তবে ভালো সেবা দিলে গ্রাহক টাকা দিতে আপত্তি করবে না।

এনবিআর-এর আয়কর রিটার্ন অটোমেশন এবং আইনজীবীদের প্রশিক্ষণ দেওয়ার এই উদ্যোগের প্রশংসা করে ড. আহমেদ বলেন, অনলাইনে কাজ হলে তা ব্যক্তি ও সরকারি—উভয় পর্যায়ের জন্য মঙ্গলজনক। এর মাধ্যমে রাজস্ব আদায় আরও গতিশীল হবে।

সর্বশেষ সংবাদ

নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশে সফররত মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ