টেনিস বিশ্বের অন্যতম সফল খেলোয়াড় নোভাক জোকোভিচ সার্বিয়া ছেড়ে পরিবারসহ গ্রিসে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। এথেন্সে তার সন্তানদের একটি প্রাইভেট স্কুলে ভর্তি করা হয়েছে এবং পরিবারটি শহরের দক্ষিণাঞ্চলে একটি স্থায়ী বাসভবনও গড়ে তুলেছে।
সার্বিয়ায় চলমান রাজনৈতিক অস্থিরতা এবং সরকারের প্রতি ছাত্র আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ার পর থেকেই জোকোভিচ রাষ্ট্রঘেঁষা মিডিয়ার সমালোচনার মুখে পড়েন। ২০২৪ সালের ডিসেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জনের প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে সার্বিয়াজুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে জোকোভিচ সামাজিক মাধ্যমে লেখেন, ‘সার্বিয়ার সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের শিক্ষিত তরুণ প্রজন্ম। আমাদের প্রয়োজন বোঝাপড়া ও পারস্পরিক সম্মান।’
এই অবস্থানের পর থেকেই দেশের সরকারপন্থী মিডিয়া তাকে ‘মিথ্যা দেশপ্রেমিক’ আখ্যা দিতে শুরু করে। এরপর থেকেই জোকোভিচ ধীরে ধীরে নিজেকে সার্বিয়ার রাজনৈতিক পরিবেশ থেকে দূরে সরিয়ে আনতে থাকেন।
সম্প্রতি, জোকোভিচ তার ছেলে স্টেফান (১১) এবং মেয়ে তারা (৮)-কে অ্যাথেন্সের বিখ্যাত সেইন্ট লরেন্স কলেজে ভর্তি করিয়েছেন। এটি একটি ব্রিটিশ স্টাইলের স্বতন্ত্র প্রাইভেট স্কুল। শহরের দক্ষিণাংশে তিনি পরিবারসহ স্থায়ী আবাসস্থলও তৈরি করেছেন। স্থানীয় টেনিস ক্লাবে ছেলের সঙ্গে অনুশীলনের পাশাপাশি, তাকে অ্যাথেন্সের সমুদ্রতটেও পরিবারের সঙ্গে অবকাশ কাটাতে দেখা গেছে।
জোকোভিচের গ্রিসে বসবাসের আরেকটি বড় ইঙ্গিত হলো, তিনি এখন গ্রিক গোল্ডেন ভিসার জন্য আবেদন প্রক্রিয়ায় রয়েছেন এবং এরই মধ্যে প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিসের সঙ্গে দুইবার বৈঠক করেছেন। তিনি বরাবরই গ্রিসের সংস্কৃতি ও মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করে এসেছেন। কিছুদিন আগে একটি টিকটক ভিডিওতে তাকে গ্রিক ঐতিহ্যবাহী গান ‘জোরবা’ তালে নাচতে দেখা যায়।
এছাড়া, জোকোভিচ এবং তার ভাইয়ের পরিচালনায় থাকা এটিপি ২৫০ টেনিস টুর্নামেন্টও এবার বেলগ্রেড থেকে সরিয়ে এথেন্সে নিয়ে যাওয়া হয়েছে। সার্বিয়ান ওপেন নাম পরিবর্তন করে, এবার টুর্নামেন্টটি ২ থেকে ৮ নভেম্বর হেলিয়েন্স চ্যাম্পিয়নস নামে ওকা ইনডোর হলে অনুষ্ঠিত হবে।
একসময় সার্বিয়ার জাতীয় আইকন হিসেবে পরিচিত জোকোভিচ। এখন দেশের ভেতরে বিভক্ত মতামতের মুখে। যদিও প্রেসিডেন্ট ভুচিচ স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনোই জোকোভিচের বিরুদ্ধে কিছু বলবেন না। তবে প্রভাবশালী মিডিয়ার সমালোচনার কারণে তার অবস্থান অনেকটাই বদলে গেছে।
সূত্র: দ্য গ্রিক হেরাল্ড