spot_img

কাতারে ইসরায়েলের হামলা: যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের নিন্দা

অবশ্যই পরুন

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের আক্রমণের নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জরুরিভাবে আয়োজিত বৈঠকে পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতভাবে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এই বিবৃতির সঙ্গে একমত হয়েছে।

বিবৃতিতে কাতারের প্রতি সংহতি জানিয়ে পরিস্থিতি প্রশমনের আহ্বান জানায় দেশগুলো। তবে বিবৃতিতে সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। এতে গাজায় যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তির বিষয়েও চাপ প্রয়োগ করা হয়।

এর আগে মঙ্গলবার, কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। প্রাণ যায় কমপক্ষে ছয়জনের।

সর্বশেষ সংবাদ

জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক...

এই বিভাগের অন্যান্য সংবাদ