spot_img

ইসরায়েলি হামলার পর কাতারের পাশে দাঁড়ালো পাকিস্তান

অবশ্যই পরুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলসহ কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন। সম্প্রতি ইসরায়েলি বিমান হামলার পর কাতারের প্রতি সমর্থন প্রকাশ করতে এই সফর করেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফতেমি এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

এই সফরকে কাতারের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পাকিস্তানের ‘অটুট সমর্থনের প্রতীক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

দোহায় অবস্থানকালে, প্রধানমন্ত্রী শেহবাজ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া কাতার সরকার ও জনগণের প্রতি পাকিস্তানের সহমর্মিতা ও সমর্থন জানাবেন।

ইসরায়েলি হামলায় দোহায় হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো এক অভিযানে অন্তত সাতজন নিহত হন। এতে আরব বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের জন্ম দেয়।

কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানি এই হামলাকে ‘উদ্বেগজনক ও বেপরোয়া’ বলে নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনা গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।

তিনি জানান, ‘এই হামলার জবাবে আঞ্চলিক প্রতিক্রিয়া আসবে। এ নিয়ে এখন আলোচনা চলছে বিভিন্ন অংশীদারদের সঙ্গে।’

কাতার প্রধানমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোটা অঞ্চলকে ‘বিশৃঙ্খলার দিকে’ ঠেলে দিচ্ছেন।

সূত্র: সামা টিভি

সর্বশেষ সংবাদ

সেনাবাহিনীর পোশাকে ধরা দিলেন সালমান খান!

বলিউডের জনপ্রিয় তারকাদের মধ্যে অন্যতম একজন সালমান খান। বর্তমানে এই নায়ক আসন্ন নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’র শুটিং নিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ