জুলাই গণঅভ্যুত্থান চলাকালে গত ১৯ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং আরও দুইজনকে হত্যা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আগামী ১৬ সেপ্টেম্বর আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিকে এই মামলার ৫ আসামির চারজনই পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন আদালত।
বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ এই মামলার শুনানি হয়। গ্রেপ্তার আসামি এসআই সুজন চন্দ্র সরকারের উপস্থিতিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। তবে সুজন চন্দ্র সরকারের আইনজীবী দাবি করেন, তার মক্কেল তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
একই ট্রাইব্যুনালে এখন চলছে চানখারপুলে ৬ জনকে হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্য দিচ্ছেন ৫ আগস্ট চানখারপুলে নির্মম হত্যাযজ্ঞের এক প্রত্যক্ষদর্শী।