spot_img

গাজা ইস্যুতে এবার ইসরায়েলি চলচ্চিত্র বয়কটের ডাক

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদারের চলমান আগ্রাসন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইসরায়েলি চলচ্চিত্রশিল্পকে বয়কটের ঘোষণা দিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার ৮০০-এরও বেশি অভিনেতা, পরিচালক ও সংস্কৃতিকর্মী।

সম্প্রতি ব্রিটিশ মিডিয়া দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এই অবস্থান জানান।

চিঠিতে বলা হয়, আমরা প্রতিজ্ঞা করছি, কোনো ইসরায়েলি সরকার-সমর্থিত অথবা বর্ণবাদ ও গণহত্যার সঙ্গে জড়িত চলচ্চিত্র উৎসব, সিনেমা হল, সম্প্রচার-মাধ্যম কিংবা প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করব না। সেখানে আমাদের সিনেমা প্রদর্শন করব না এবং কোনো সহযোগিতায় যুক্ত হবো না।

চিঠির ভাষ্য মতে, এই বয়কটের উদ্দেশ্য কোনো ব্যক্তিগত শিল্পীকে লক্ষ্যবস্তু করা নয়, বরং লক্ষ্য হলো যেসব প্রতিষ্ঠান ইসরায়েলি সরকারের কর্মকাণ্ডকে বৈধতা দেয় বা ‘সাদা ধোঁয়া’ দেয়, কেবল সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অবস্থান নেওয়া।

বিশ্বজুড়ে প্রতিক্রিয়া ও চলচ্চিত্র উৎসবে প্রভাব

এই ঘোষণার ফলে জেরুজালেম ফিল্ম ফেস্টিভাল, হাইফা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল, ডোকাভিভ, তেল আবিব ইন্টারন্যাশনাল ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল (TLVFest)-সহ বেশ কয়েকটি শীর্ষস্থানীয় ইসরায়েলি চলচ্চিত্র উৎসব থেকে এসব নির্মাতা ও শিল্পীদের অনুপস্থিতি থাকবে।

এর আগে ইতালীয় চলচ্চিত্র নির্মাতাদের একটি সংগঠন ‘ভেনিস ফর প্যালেস্টাইন’ভেনিস ফিল্ম ফেস্টিভাল বয়কটের ডাক দেয়। এ চিঠিতে অস্কারজয়ী পরিচালক গুইলারমো ডেল টোরোসহ দুই হাজার চলচ্চিত্রকর্মী স্বাক্ষর করেন।

জোরালো অবস্থানে শিল্পী সমাজ

বয়কটের আহ্বানে সাড়া দেওয়া শিল্পীদের মধ্যে রয়েছেন— 

অভিনেতা-অভিনেত্রী: এমা স্টোন, মার্ক রাফালো, অলিভিয়া কোলম্যান, রিজ আহমেদ, জেভিয়ার বারডেম, টিল্ডা সুইনটন, সিনথিয়া নিকসন, জো অ্যালউইন, লিলি গ্ল্যাডস্টোন, হান্না আইনবাইন্ডার, গ্যয়েল গার্সিয়া বার্নাল, মেলিসা বারেরা, জশ ও’কনর প্রমুখ।

নির্মাতা: ইয়র্গোস ল্যান্থিমোস, আভা ডুভার্নে, অ্যাডাম ম্যাককে, বুটস রিলে, এমা সেলিগম্যান, জোশুয়া ওপেনহাইমার, কেন লোচ, মাইক লেই প্রমুখ।

ফিলিস্তিনের প্রতি সংহতি ও মানবিক আহ্বান

‘ফিল্ম ওয়ার্কার্স ফর প্যালেস্টাইন’সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে— “বিশ্বের বহু সরকার যখন ইসরায়েলের গণহত্যাকে কার্যত সমর্থন করছে, তখন আমাদের সাংস্কৃতিকভাবে এই বর্বরতা প্রতিরোধ করা দরকার। ইসরায়েলি প্রযোজনা সংস্থা, পরিবেশক বা বিক্রয় এজেন্ট—কেউই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে অবস্থান নেয়নি।”

এছাড়া প্রায় ২০০ জন ব্রিটিশ ও আইরিশ লেখকও ইসরায়েলের বিরুদ্ধে ‘তাৎক্ষণিক ও পূর্ণ বয়কট’-এর আহ্বান জানিয়েছেন। তারা বলেন, এই বয়কট চলবে যতক্ষণ না গাজাবাসীদের পর্যাপ্ত খাদ্য, পানি, চিকিৎসা ও অন্যান্য ত্রাণ সহায়তা নিশ্চিত করা হয় এবং জাতিসংঘের তত্ত্বাবধানে এই সহায়তা পুনরুদ্ধার করা না হয়।

তারা আরও দাবি করেন— সব পক্ষের জিম্মিদের মুক্তি দিতে হবে, কোনো বিচার ছাড়াই আটক ব্যক্তিদের ফিরিয়ে দিতে হবে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারী সহিংসতা বন্ধ করতে হবে। হামাস ও ইসরায়েলের মধ্যে অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

সর্বশেষ সংবাদ

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ