spot_img

আমিরাতকে ৫৭ রানে গুটিয়ে ২৭ বলেই জিতে ভারতের রেকর্ড

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের মিশন শুরু করল ভারত। ম্যান ইন ব্লু’দের দাপুটে বোলিংয়ে একশোর আগেই গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস। যা মাত্র ৪ ওভার ৩ বলেই টপকে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত।

আগে ব্যাট করতে নেমে ২৯ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে যায় আরব আমিরাত। ২২ করা শারাফুকে সাজঘরের পথ দেখান বুমরাহ। থিতু হতে পারেননি অধিনায়ক ওয়াসিম। এরপরই তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে স্বাগতিকদের ব্যাটিং লাইন আপ।

ম্যাচের নবম ওভারে কুলদীপ তিন উইকেট নিলে ম্যাচ পুরোপুরি চলে যায় ভারতের দখলে। মাত্র ১০ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে বসে দলটি। ৫৭ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

জবাবে শুরু থেকেই বোলারদের উওইর চড়াও হয় ভারতের দুই ওপেনার। ১৬ বলে ৩০ রান করে অভিষেক আউট হলেও সাবেক চ্যাম্পিয়নদের জয়ের বন্দরে পৌঁছে দেন ৯ বলে ২০ রান করা শুবমান গিল।

সর্বশেষ সংবাদ

আগামী নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত প্রবাসী ভোটার ও জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ