spot_img

জিএস পদে জয়ের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় যা জানালেন এস এম ফরহাদ

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদে জয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের’ এস এম ফরহাদ।

জিএস পদে এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের শেখ তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট।

এ জয়ের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ।

তিনি বলেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’

তিনি জানান, যে কয়দিন এই দায়িত্বে তিনি থাকবেন, সে কয়দিন যদি ভুল কিছু করেন তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।

এছাড়া কোনো বিজয় মিছিল করবেন না বলেও জানান ফরহাদ।

সর্বশেষ সংবাদ

ঘনিষ্ঠ বন্ধু মোদির সঙ্গে কথা বলার অপেক্ষায় আছি: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ভারত তাদের বাণিজ্যিক বাধা মোকাবেলায় আবারও আলোচনায় বসবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ