spot_img

বিএফআইইউ প্রধান শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল

অবশ্যই পরুন

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলামের নিয়োগ বাতিল করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক প্রজ্ঞাপনে তার নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করার কথা জানায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, শাহীনুল ইসলামের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফছানা বিলকিস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

এই নিয়োগ বাতিলের মধ্য দিয়ে বিএফআইইউ প্রধানকে ঘিরে চলমান সব জটিলতার অবসান হলো।

সর্বশেষ সংবাদ

প্রথমবার ওয়েব সিরিজে হৃতিক রোশন

প্রথমবারের মত ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বলিউড তারকা হৃত্বিক রোশন। তবে ক্যামেরার সামনে নয়, বরং পেছনে কাজ করবেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ