spot_img

দেশের লাভ হলে বিদেশিদের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই: সাখাওয়াত হোসেন

অবশ্যই পরুন

দেশের লাভ হলে বিদেশিদের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই বলে জানিয়েছেন, নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দায়িত্ব নেয়ার এক বছরে মন্ত্রণালয়ের অগ্রগতি জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

এম সাখাওয়াত হোসেন জানান, বন্দরে এখন কোনো চাঁদাবাজি হয় না, বিদেশিদের দিলে চাদাবাজীই থাকবে না।

তিনি আরও বলেন, বন্দরে রাজস্ব আয় আগের চেয়ে ৮ দশমিক ৫ ভাগ বেড়েছে। সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থ বছরে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার রাজস্ব আয় হয়েছে ৬ হাজার ৫৭৫ কোটি ৯৭ লাখ টাকা। যা আগের অর্থবছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৪০ শতাংশ বেশি। এ সময়, জানুয়ারিতে সবকিছু গুটিয়ে ফেব্রুয়ারির নির্বাচনের পর বাড়ি চলে যাওয়ার কথাও বলেন নৌ পরিবহন উপদেষ্টা।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনার পর বাছাইয়ের শেষ ম্যাচে হারল ব্রাজিলও

২০০৯ সালের পর আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারাতে পারেনি বলিভিয়া। এমনকি সর্বশেষ চার ম্যাচেই তারা সেলেসাওদের কাছে ৩ বা...

এই বিভাগের অন্যান্য সংবাদ