spot_img

মানবতাবিরোধী মামলায় অভিযুক্তরা ভোটে দাঁড়াতে পারবে না, উপদেষ্টা পরিষদে সিদ্ধান্ত

অবশ্যই পরুন

মানবতাবিরোধী মামলায় অভিযুক্ত ব্যক্তিরা আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমীতে এ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, কোনও ব্যক্তির বিরুদ্ধে আইসিটি আইন সেকশন ৯(১)-এর অধীনে আনুষ্ঠানিকভাবে চার্জশিট দাখিল হলে তিনি কোনো নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। একইসঙ্গে ওই ব্যক্তি সরকারি চাকরিতেও থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে ঐকমত্য কমিশন দলগুলোর সঙ্গে আলোচনা করছে। বাকি ১০টি কমিশনের ৩৬৭টি পরামর্শ নিয়ে কাজ করছে সরকার। সংস্কার কমিশনের বাইরেও অনেক কাজ হয়েছে। মন্ত্রণালয়গুলো নিজেদের মধ্যে এই কাজগুলো করছে।

প্রেস সচিব জানান, বেসরকারি অংশগ্রহণে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন ও কেন্দ্র স্থাপন-২০২৫ উপদেষ্টা পরিষদে অনুমোদন দেয়া হয়েছে। আগে এই খাতকে লুটপাট করতে ব্যবহার করা হয়েছিল। গতবছর বিদ্যুৎ খাতে ৬৭ হাজার কটি টাকা সাবসিডি দিতে হয়েছে। ফলে সাবসিডি কমানো এবং কম খরচ ও সহজে সেবা দিতে এটি অনুমোদন দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির

শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ