spot_img

প্রতিবেশীর ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলে বাজছে সাইরেন, উড়ছে না কোনো বিমান

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন থেকে ছোড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে দখলদার ইসরায়েলের রাজধানী তেলআবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে।

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি মিডিয়ার বরাতে তথ্যটি নিশ্চিত করেছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাতে টাইমস অব ইসরায়েল জানায়, ইয়েমেন থেকে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেলআবিবসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে ওঠে। এর প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কিছু সময়ের জন্য বেন গুরিয়ন বিমানবন্দরের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে তারা দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে—একটি ‘প্যালেস্টাইন–২ ক্লাস্টার’ ও অন্যটি ‘জুলফিকার’। তাঁর দাবি, হামলার ফলে ইসরায়েলি জনপদের বাসিন্দারা নিরাপত্তার খোঁজে আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয় এবং বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে।

জেনারেল সারি বলেন, এই হামলা গাজার নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ এবং ইয়েমেনের ওপর ইসরায়েলি আগ্রাসনের জবাবস্বরূপ।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দখলদার জায়নিস্ট রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারবে না। ভবিষ্যতে ইয়েমেনি হামলার মাত্রা আরও বাড়বে।

এর আগের দিন, ২ সেপ্টেম্বর, ইয়েমেনি সেনাবাহিনী আরেক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের বিরুদ্ধে চারটি ড্রোন হামলা চালিয়েছে।

লক্ষ্যবস্তু ছিল: তেলআবিবের জয়েন্ট স্টাফ ভবন, হাদেরা বিদ্যুৎকেন্দ্র, আল-লাদ (বেন গুরিয়ন) বিমানবন্দর, অশদোদ বন্দর। এছাড়া লোহিত সাগরে ইসরায়েল-সম্পৃক্ত MSC Abai নামের একটি জাহাজেও ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

জেনারেল সারি দাবি করেন, “আল্লাহর কৃপায় এই সব অভিযান সফল হয়েছে,” এবং যতদিন গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ চলবে, ততদিন ইয়েমেনের প্রতিরোধও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে ইয়েমেন খোলাখুলিভাবে ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। এর পর থেকেই ইয়েমেন থেকে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, যার জবাবে ইসরায়েলও ইয়েমেনের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে তালিকা প্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (৪...

এই বিভাগের অন্যান্য সংবাদ