spot_img

সেমিফাইনালে মুখোমুখি জোকোভিচ-আলকারাজ

অবশ্যই পরুন

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে মার্কিন তারকা টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে হারিয়েছে সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। সেমিফাইনালে এক নম্বর বাছাই স্পেনের কার্লোস আলকারেজের বিপক্ষে খেলবেন তিনি।

নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোসের আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ৬-৩ গেমে সেট জিতে নেন জোকো। ফ্রিটজ দ্বিতীয় সেটে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলেও সেট হারেন ৭-৫ গেমে। অবশেষে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান মার্কিন তারকা। সেট জেতেন ৬-৩ গেমে। তবে চতুর্থ সেটে জোকোর পাওয়ার শটের কাছে পাত্তাই পাননি ফ্রিটজ। ৬-৪ গেমে ম্যাচ হেরে বিদায় নেন আসর থেকে।

অন্যদিকে, আর্থার অ্যাশ স্টেডিয়ামে জিরি লেহেককে সরাসরি সেটে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে নাম লেখান কার্লোস আলকারাজ। এবারের ইউএস ওপেনে এখন পর্যন্ত একটি সেটও হারেননি তিনি।

আগামী ৬ সেপ্টেম্বর আর্থার অ্যাশলে স্টেডিয়ামে ফাইনালে ওঠার লড়াইয়ে শীর্ষ বাছাই আলকারাজের বিপক্ষে নামবে রেকর্ড ২৪ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকা জোকোভিচ।

সর্বশেষ সংবাদ

বিশ্বকে অবাক করে প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারেন ইলন মাস্ক

টেসলা নতুন একটি প্রস্তাব হাতে নিয়েছে। এটি শেয়ারহোল্ডারেরা অনুমোদন করলে কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক ট্রিলিয়নিয়ার হওয়ার পথে এগিয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ