হুট করেই টি২০ থেকে অবসরের ঘোষণা দিলেন অজি পেস তারকা মিচেল স্টার্ক। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আসন্ন ২০২৭ বিশ্বকাপকে সর্বাধিক গুরুত্ব দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি টেস্ট সিরিজগুলোতে নিজের ফিটনেস ধরে রাখতেও এমন সিদ্ধান্ত তার।
৩৫ বছর বয়সী মিচেল স্টার্ক এখন পর্যন্ত ৬৫টি টি২০ ম্যাচ খেলেছেন হলুদ জার্সিতে। উইকেট শিকার করেছেন ৭৯টি। ২০২১ সালের টি২০ বিশ্বকাপ জয়ের সময় তিনি অজিদের শিবিরে ছিলেন।
স্টার্ক বলেছেন, ‘আমি মূলত টেস্টকে প্রাধান্য দিতে এমন সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার খেলা প্রতিটি টি২০ ম্যাচ উপভোগ করেছি বিশেষ করে ২০২১ সালে দুবাইতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপ।’