spot_img

শুভশ্রীর কথার পাল্টা জবাব দিলেন দেব

অবশ্যই পরুন

একটি মন্ত্যবের জেরে ‘ধূমকেতু’ রিলিজের পরেই ফের মনোমালিন্য দেব-শুভশ্রীর। দেবের কথায় নাকি ‘ক্ষুব্ধ’ শুভশ্রী। এতটাই বিরক্ত যে শুভশ্রী বলেন, ‘একজন সেন্সিবেল মানুষ কীভাবে এই কথা বলতে পারে? আমার জানা নেই।’

সম্প্রতি বিশেষ এক সাক্ষাৎকারে শুভশ্রী প্রসঙ্গে ‘অসম্মান সূচক’ মন্তব্য করেন দেব। যা মেনে নিতে পারেননি অভিনেত্রী। বিশেষ সাক্ষাৎকারে এসে এক ঘণ্টা দেবকে নিয়েই অনবরত মন্তব্য করে যান। এবার সে প্রসঙ্গে মুখ খুলেছেন দেব।

দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে থাকার পর হঠাৎই প্রেমে বিচ্ছেদ ঘটে দেব-শুভশ্রীর। বিচ্ছেদের কারণ নিয়ে কেউ কখনও মুখ খোলেননি। একজন অন্যজন থেকে দূরত্ব বাড়ান। দীর্ঘ ৯ বছর চলে মান-অভিমান। সে সমস্যা কাটিয়ে ‘ধূমকেতু’ সিনেমার প্রচারণায় এক হয়েছিলেন এ জুটি। পুরনো বিবাদ ভুলে তাদের বন্ধুত্বের সম্পর্ক শুরু হতেই আবার সমস্যা তৈরি হয় একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে।

ওই সাক্ষাৎকারে দেব জানান, ১০ বছর পর এখন সিনেমাটা নির্মাণ করা হলে শুভশ্রী প্রধান চরিত্রে থাকতেন না। পাশাপাশি দেবকেও এ সিনেমায় বাদ দিতেন তিনি। সিনেমায় শুভশ্রীকে বাদ দেয়ার কারণ হিসেবে ছড়িয়ে পড়ে দুই বাচ্চার মা হওয়ায় মুখের ইনোসেন্স আর নেই অভিনেত্রীর। যা মেনে নিতে পারেননি শুভশ্রী। এক সাক্ষাৎকারে এসে নিজের খারাপ লাগার অনুভূতি জানাতে এক ঘণ্টা দেবকে নিয়ে মন্তব্য করেন। শুভশ্রীর সে সাক্ষাৎকারের জেরে দেবও নতুন একটি সাক্ষাৎকারে অংশ নেন। ওই বিশেষ সাক্ষাৎকারে দেব জানান তার অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগার বিষয়। বিশেষ সাক্ষাৎকারে দেব বলেন, আমি প্রথমেই শুভশ্রীকে নিয়ে কিছু বলতে চাই। সেটা হলো যত বেশি ভালোবাসা, তত বেশি অভিমান থাকে মানুষের। তাই পুরো সাক্ষাৎকারে শুভশ্রী যে আমাকে নিয়ে কথা বলেছে, আমি মনে করি সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই ও বলেছে। তা না হলে এক ঘণ্টার ইন্টারভিউতে শুধু আমাকে নিয়েই ও কথা বলতে পারতো না।

দেব আরও বলেন, আমি অনেক কৃতজ্ঞ এক ঘণ্টার সাক্ষাৎকারের পুরোটাই শুভশ্রী আমাকে নিয়ে কিছু বলতে ব্যয় করেছে। ওর পুরো এক ঘণ্টা সময় নষ্ট করেছে। এটা আসলে ভালোবাসা ছাড়া হয় না।

এরপর অভিনেতা তার আগের সাক্ষাৎকারের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, সাক্ষাৎকারে দেয়া আমার বক্তব্যকে পুরোপুরি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে কারণে এ সমস্যাটা আজ তৈরি হয়েছে। আমায় প্রশ্ন করা হয়েছিল, ১০ বছর পর ‘ধূমকেতু’ নির্মাণ করা হলে শুভশ্রী কী থাকতো? এ প্রশ্নটা এজন্য করা হয়েছিল যে, আমি ওকে প্রমিস করেছিলাম যে, আমার প্রথম প্রোডাকশনের সিনেমায় ও থাকবে।

টালিউডের এ মেগাস্টার বলেন, আমার উত্তরটা ছিল, ১০ বছর আগে আমরা যে চরিত্রটা খুঁজছিলাম, সেটা ওর সঙ্গে পুরোপুরি ফিট ছিল। ১০ বছর পর এখন সিনেমাটা বানালে চরিত্রে যদি আরও ফিট কাউকে পাওয়া যায় আমরা তাকে নেবো। আর প্রমিসের জায়গা থেকে আমি বলেছিলাম, মেইন চরিত্র না হলেও ওকে সিনেমায় একটা চরিত্র দেবো। কিন্তু সাথে আমি এও বলেছিলাম যে, এখন প্রধান চরিত্রের জন্য দেবও ফিট নয়। কারণ ওই ইনোসেন্স এখন আমার মধ্যেও নেই। আমি কখনও বলিনি, দুই বাচ্চার মা হওয়ার জন্য শুভশ্রীর ইনোসেন্স লুক চলে গেছে। বরং স্বামী, সংসার, সন্তান, ক্যারিয়ার সমান তালে ও যেভাবে সামলাচ্ছে আমি তার প্রশংসা করেছি বারবার।

সবশেষে দেব বলেন, আমি শুভশ্রীকে নিয়ে ১৪ বছর আগেও কিছু বলিনি। ও যখন বলেছে ব্রেকআপে আমি বাথরুমে কেঁদেছি, আমি তখনও কিছু বলিনি। সব সহ্য করেছি। আজকেও ওকে নিয়ে কিছু বলবো না। কারণ আমার কাছে এটাই ওর সম্মান।

প্রসঙ্গত, ব্যক্তিজীবনে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন। রাজ-শুভশ্রীর সংসারে রয়েছে দুই সন্তান। অন্যদিকে দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

সর্বশেষ সংবাদ

সব রেকর্ড ভেঙে আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার...

এই বিভাগের অন্যান্য সংবাদ