spot_img

এসসিও সম্মেলনের পর গাড়িতে মোদি-পুতিনের ৪৫ মিনিটের আলাপ

অবশ্যই পরুন

চীনের তিয়ানজিনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠকের স্থান পর্যন্ত একই গাড়িতে সফর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১ সেপ্টেম্বর) এ সফরে দুই নেতা প্রায় ৪৫ মিনিট ধরে গাড়ির ভেতরে নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

প্রধানমন্ত্রী মোদি এক্স-এ পোস্ট করে লিখেছেন, ‘এসসিও সম্মেলনের কার্যক্রম শেষে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে একই গাড়িতে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে গিয়েছি। তার সঙ্গে আলোচনা সবসময়ই খুব তাৎপর্যপূর্ণ।’ পোস্টে তিনি পুতিনের সঙ্গে তোলা একটি ছবিও শেয়ার করেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রিটজ-কার্লটন হোটেলে যাওয়ার আগে প্রায় ১০ মিনিট মোদির অপেক্ষা করেন পুতিন, যাতে একসঙ্গে যাওয়া যায়। পরে তারা গাড়িতে একসঙ্গে আলাপচারিতা করেন এবং বৈঠকস্থলে পৌঁছানোর পরও আরও ৪৫ মিনিট আলাপ চালান। এরপর আনুষ্ঠানিক বৈঠক চলে এক ঘণ্টারও বেশি সময়।

পুতিনের এ উদ্যোগ বিশেষ গুরুত্ব বহন করছে এমন সময়ে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর রাশিয়া থেকে তেল আমদানির কারণে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রকাশ্য বিরোধিতা সত্ত্বেও ভারত এখনো মস্কোর সঙ্গে তেল বাণিজ্য চালিয়ে যাচ্ছে এবং বলছে, জাতীয় স্বার্থই তাদের জ্বালানি নীতির প্রধান দিকনির্দেশনা।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ভারত-রাশিয়ার সম্পর্ককে বিশ্বের অন্যতম স্থিতিশীল কূটনৈতিক সম্পর্ক হিসেবে দেখা হয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রুশ তেল আমদানি কমালেও ভারত রাশিয়ার অন্যতম বড় ক্রেতা হয়ে উঠেছে। এছাড়া রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা সহজ করার উদ্যোগও চলছে, যাতে ডলারের ওপর নির্ভরশীলতা কমে।

এসসিও সম্মেলনে পুতিন ভারতের ইউক্রেন শান্তি প্রচেষ্টার ভূমিকাকেও স্বাগত জানান। তিনি বলেন, ‘চীন ও ভারতের প্রচেষ্টাকে আমরা মূল্যায়ন করি। ইউক্রেন সংকট সমাধানে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এটি মোদি ও পুতিনের অক্টোবর ২০২৪ সালের পর প্রথম মুখোমুখি সাক্ষাৎ। এর আগে কাজানে ব্রিকস সম্মেলনের ফাঁকে তাদের বৈঠক হয়েছিল।

এদিকে সম্মেলনের সাইডলাইনে মোদি, পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একসঙ্গে আলাপের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তিন নেতাকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। একইভাবে পুতিনের সঙ্গে করমর্দন ও আলিঙ্গনের ছবিও শেয়ার করেছেন মোদি, ক্যাপশনে লিখেছেন— ‘প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ সবসময় আনন্দের।’

অন্যদিকে একটি মুহূর্তে দেখা যায়, মোদি ও পুতিন যখন প্রাণবন্ত আলোচনায় মগ্ন হয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে একাকী দাঁড়িয়ে থাকতে। ছবিতে শরিফকে গম্ভীর মুখে দু’নেতাকে তাকিয়ে থাকতে দেখা যায়।্য
সূত্র: এনডিটিভি

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ অধ্যায় শেষ হলো পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের

বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেটে অন্যদের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। বিশেষ করে বড় শট খেলায়, পুরুষ ও নারী উভয় দলের...

এই বিভাগের অন্যান্য সংবাদ