spot_img

যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না: ট্রেসি জ্যাকবসন

অবশ্যই পরুন

বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে যুক্তরাষ্ট্র সমর্থন করে না বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব বলেন তিনি। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে বলেও জানান ট্রেসি।

ইসিতে আসার বিষয়ে তিনি বলেন, আমরা এখানে বুঝতে, জানতে এসেছি। বাইরে অনেক ধরনের গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন আছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি।

এসময় সিইসি এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ স্বাধীনভাবে, কারও কোনো প্রভাব ছাড়াই নিজেদের মতন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। কেউ যেন দোষারোপ করতে না পারে সেই প্রস্তুতি আছে ইসির।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিল আরেক ইউরোপীয় দেশ

নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি ঘোষণা করবে ইউরোপীয় দ্বীপরাষ্ট্র মাল্টা। সোমবার (২২ সেপ্টেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ