সম্পূর্ণ স্বাধীনভাবে, কারও কোনো প্রভাব ছাড়াই নিজেদের মতন করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
সোমবার (১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব জানান তিনি। এসময় সিইসি বলেন, কেউ যেন দোষারোপ করতে না পারে সেই প্রস্তুতি আছে ইসির।
সিইসি বলেন, ৩০০ আসনে একসাথে ভোট হলে সবাই নিজ নিজ এলাকায় চলে যাবে। নির্বাচনের সময় এতো লোক একসাথে থাকতে পারবে না। মব যারা সৃষ্টি করতে চায় তারা সুবিধা করতে পারবে না।
নির্বাচন কমিশন সর্বশক্তি দিয়ে সবাইকে সাথে নিয়ে একটা সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা করছে বলেও জানান সিইসি।
সংবাদ সম্মেলনে জ্যাকবসন জানান, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে সমর্থন করে না। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে।