spot_img

ফিলিস্তিন শিশুর গল্প এবার হলিউডে, প্রযোজক ব্র্যাড পিট-ফিনিক্স

অবশ্যই পরুন

ফিলিস্তিন শিশু হিন্দ রজবকে ঘিরে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’-এ নির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন হলিউড তারকা ব্র্যাড পিট এবং জোয়াকুইন ফিনিক্স। তিউনিশিয়ান পরিচালক কাওথার বেন হানিয়ার এই চলচ্চিত্রটি ৩ সেপ্টেম্বর প্রিমিয়ার হবে আসন্ন ভেনিস চলচ্চিত্র উৎসবে।

চলচ্চিত্রটিতে আরও নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন হলিউডের নামকরা ব্যক্তিত্বরা—জোনাথন গ্লেজার, রুনি মারা, আলফোনসো কুয়ারন, জেমাইমা খান, ফ্র্যাঙ্ক জিউস্ত্রা, সাবিন গেটি।

ছবিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে হিন্দ রজবের সেই বাস্তব কল রেকর্ডিং, যেখানে মাত্র ৬ বছর বয়সী হিন্দ জীবনের জন্য আকুতি জানিয়েছিলেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীদের কাছে। কিছুক্ষণের মধ্যেই তার অবস্থান করা গাড়িটি ৩০০টিরও বেশি গুলিতে ক্ষতবিক্ষত হয়। পরবর্তীতে সেখান থেকে হিন্দ, তার পরিবার এবং তাকে উদ্ধারে আসা প্যারামেডিকদের মৃতদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘটে জানুয়ারি ২০২৪-এ। যখন হিন্দ এবং তার পরিবার গাজা শহর থেকে পালিয়ে যাচ্ছিলেন। ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে গাড়িটিতে থাকা হিন্দের চাচা, চাচি এবং তিন চাচাতো ভাই-বোন মারা যান। হিন্দ এবং তার এক চাচাতো ভাই বেঁচে গিয়ে সাহায্যের জন্য ফোন করেন পিআরসিএস-এ। কিন্তু শেষ পর্যন্ত তারা এবং সাহায্যকর্মীরাও নিহত হন।

ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করে, ঘটনাস্থলে তাদের সেনা উপস্থিত ছিল না, যদিও পিআরসিএস ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অডিও কল তা খণ্ডন করে।

পরিচালক বেন হানিয়া বলেন, ‘আমি এমন এক পৃথিবী মেনে নিতে পারি না, যেখানে একটি শিশু সাহায্যের জন্য আহ্বান জানায়—আর কেউ আসে না। এই ব্যর্থতা আমাদের সবার।’

তিনি আরও বলেন, ‘বাস্তব ও বেদনাদায়ক ঘটনাকে ভিত্তি করে নির্মিত কল্পনাশক্তি—সিনেমার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। এটি স্মৃতিকে রক্ষা করে, ভুলে যাওয়াকে প্রতিহত করে।’

সিনেমাটি ভেনিসের পাশাপাশি টরন্টো, সান সেবাস্তিয়ান, বুসান এবং লন্ডন চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হবে।

সর্বশেষ সংবাদ

ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠন করতে চায় বিএনপি: সালাহউদ্দিন আহমদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে নিয়ে বিএনপি বৃহৎ জোট গঠন করতে চায় বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ