spot_img

ট্রাম্পের বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করলো মার্কিন আদালত

অবশ্যই পরুন

বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত অতিরিক্ত শুল্কের বেশিরভাগই অবৈধ বলে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের আপীল আদালত। খবর রয়টার্সের।

আদালত জানিয়েছে, নতুন ট্যারিফ আইনি সংঘর্ষ সৃষ্টি করতে পারে। জরুরি অর্থনৈতিক ক্ষমতার আওতায় আরোপিত এই শুল্ককে আইনবিরুদ্ধ আখ্যা দিয়েছেন মার্কিন আদালত।

এতে বলা হয়েছে, প্রেসিডেন্টের এমন কোনো এখতিয়ার নেই। শুল্কারোপের ক্ষমতা কেবল কংগ্রেসের রয়েছে। তবে আপীল আদালতের রায় ১৪ অক্টোবর পর্যন্ত কার্যকর হবে না। ওই দিন মামলাটি সর্বোচ্চ আদালতে উঠবে এবং সেখানেই চূড়ান্ত রায় দেয়া হবে।

এদিকে, আদালতের সিদ্ধান্তে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, এই রায় বহাল থাকলে যুক্তরাষ্ট্র ধ্বংসের মুখে পড়বে।

সর্বশেষ সংবাদ

মেট্রোরেল দুর্ঘটনায় মৃত্যুর আগে জীবন থেকে পালাতে চেয়েছিলেন কালাম

প্রকৃতির নির্মম পরিহাস, যে মানুষটি মাত্র একদিন আগে জীবনযুদ্ধে ক্লান্ত ও বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশা প্রকাশ...

এই বিভাগের অন্যান্য সংবাদ