যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক কূটনীতির কড়া সমালোচনা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার (২৭ আগস্ট) এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি।
মাদুরোর দাবি, লাতিন অঞ্চলটিতে পারমাণবিক ক্ষমতা সম্পন্ন নৌযান মোতায়েনের মধ্য দিয়ে লাটেলোলকো চুক্তির লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করে এসব মন্তব্য করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
তিনি বলেন, মার্কিন পারমাণবিক সাবমেরিনের হুমকির পর ভেনেজুয়েলা বিশ্বব্যাপী সংহতি পাচ্ছে। কারণ লাতিন আমেরিকা ও ক্যারিবীয় কোনো দেশকে কখনও এমন হুমকি দেয়া হয়নি। আমাদের কূটনীতি গানবোট কূটনীতি নয়। আমাদের কূটনীতি মর্যাদা ও শান্তির কূটনীতি।
গত সপ্তাহে ভেনেজুয়েলার উপকূলে তিনটি যুদ্ধজাহাজের একটি উভচর স্কোয়াড্রন মোতায়েন করে যুক্তরাষ্ট্র। স্কোয়াড্রন মোতায়েনের কারণ হিসেবে ল্যাটিন আমেরিকান মাদক কার্টেলদের বিরুদ্ধে অভিযানের দাবি করে ওয়াশিংটন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর অনুযায়ী, এর পরিপ্রেক্ষিতে নৌ-টহলের নিদের্শ দেয় ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মোতায়েন করা হয় যুদ্ধজাহাজ ও ড্রোন।